Khoborerchokh logo

জিএমপি,গাজীপুর কালা সিকদার ঘাট এলাকা থেকে ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব 411 0

Khoborerchokh logo

জিএমপি,গাজীপুর কালা সিকদার ঘাট এলাকা থেকে ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব

জিএমপি,গাজীপুর সদর থানাধীন কালা সিকদার ঘাট এলাকায় একটি সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র গোলাগুলি করতেছে বলে জানতে পারি,অত্র কোম্পানীর একটি আভিযানিক দল জিএমপি গাজীপুর সদর থানাধীন কালা সিকদার ঘাট ব্রিজের গোরায় পৌছালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ধৃত আসামী ১। কাজী আশরাফ রকিব (২৮),পিতা-কাজী মোহাম্মদ হোসেন, সাং-রথখোলা, ২১২/এ,থানা-সদর, জিএমপি, গাজীপুর,২। মজিবর রহমান সাগর(১৯), পিতা-শুক্কুর মাহমুদ, সাং-উত্তর ছায়াবিথি, থানা-সদর জিএমপি গাজীপুর, ৩। মোঃ শফিউল্লাহ (২২), পিতাঃ- আব্দুল আলী, সাং-বড়হড়া, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর, এ/পি সাং-পশ্চিম জয়দেবপুর বাসষ্ট্যান্ড (শশুর রফিকুল ইসলামের বাড়ী) থানা-সদর, জিএমপি গাজীপুর, ৪। শামীম আহমেদ রনি(২০), পিতাঃ শহিদুল আলম, সাং-বক্তারপুর, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর, এ/পি সাং-উত্তর ছায়াবিথি হাক্কানী, থানা-সদর, জিএমপি, গাজীপুর ৫। কাজী মোঃ আল-আমিন সবুজ(৩৫),পিতা-কাজী মোহাম্মদ হোসেন,সাং-রথখোলা, ২১২/এ, থানা-সদর,জিএমপি,গাজীপুরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় ধৃত আসামীদের দখল হইতে ০৩ রাউন্ড তাঁজা গুলি ও ০২ রাউন্ড গুলির খোসা, নগদ ১৩,৯২৫ (তের হাজার নয়শত পঁচিশ) টাকা এবং ০৬ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পূর্ব শক্রতার জের ধরিয়া উক্ত বাদী ও বিবাদীদের মধ্যে মারামারি ও গোলগুলির শুরু হয়। 

গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে সে জানা যায় যে, সে দীর্ঘ দিন যাবৎ জিএমপি, গাজীপুরের সদর থানার কালা সিকদার ঘাট এলাকাসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রকার সন্ত্রাসী হামলা, মাদক ব্যবসা,অবৈধ ভুমি দখল, চাঁদাবাজী, টেন্ডারবাজী, গার্মেন্টস শিল্পে চাঁদাবাজী, মারামারি, খুন জখম, হাট-পা কাঁটাসহ বিভিন্ন সময় নানা অপরাধ মূলক কর্মকান্ড করে আসিতেছে। সে আরো জানায় যে, বর্তমানে তার নামে জিএমপি, গাজীপুরের সদর থানায় মাদক মামলাসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তাহারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com